All Menu

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:২৫ জুন বাঙালী জাতির জন্য আরেকটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন হিসেবে ইতিহাসের পাতায় স্থান পেলো। আর পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দে মেতে ওঠে চাঁপাইনবাবগঞ্জের জনসাধারণ। দেশের প্রতিটি প্রান্তে এই উপলক্ষে আনন্দ সমাবেশসহ অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ আনন্দ শোভাযাত্রা বের করে। সকাল ১০টা থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সংগঠনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌরসভা পার্কে সমবেত হতে থাকে। পরে বেলা পৌনে ১১টায় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্লোগান দেন তারা। পরে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, সহ-সভাপতি মোঃ রুহুল আমীন। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় সরকারের উন্নয়নমুলক প্ল্যাকার্ড আর ফেস্টুন সম্বলিত শোভাযাত্রাটিকে প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ও পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top