ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন। উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, থানার অফিসার ইনচার্জ এর পক্ষে আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ অনেকে। কর্মশালায় প্রবন্ধ আলোচক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। কর্মশালায় সূধীজন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।