All Menu

নোয়াখালীতে দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

প্রতিকি চিত্র।

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দিনভর ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর জনজীবন। রবিবার সকাল থেকে রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অঞ্চলে মুষলধারে বজ্রসহ বৃষ্টি পাত অব্যাহত রয়েছে।
বৃষ্টির কারণে মানুষজন বাড়ি ঘর থেকে বের হতে পারেনি। পথ-ঘাট অনেকটাই ফাঁকা ছিল। বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর অধিকাংশ দোকান পাঠ বন্ধ দেখা গেছে। সড়ক মানুষ না থাকায় রিক্সা-চালকসহ সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। এদিকে ভারী বর্ষণের কারনে উপজেলা খালবিলের পানি বাড়তে শুরু করায় কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিচ্ছে। এখানকার ডোবা, নালা, খাল বিল অবৈধ ভাবে ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিলে তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। #

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top