All Menu

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবগঞ্জে সমাবেশ-দোয়া

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমাবেশ, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের আয়োজনে ও জেলা স্বেচ্ছাসেবক-লীগের সার্বিক তত্ত্বাবধানে শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল ভিপি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা ও সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনকসহ অন্যরা। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top