দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দিনাজপুরে বিভিন্ন ধরনের চালকল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া এলাকায় পাথর ক্রাশিং এ শিশুশ্রম নেই। যা এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একটি প্রতিনিধিদল দিনাজপুর সদরের বিভিন্ন চালকল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া, ভজনপুর, বাংলাবান্ধা এলাকায় করতোয়া ও ডাহুক নদীতে পাথর উত্তোলন এবং আমদানি করা পাথর ক্রাশিং কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান। দিনাজপুর সদর এবং বীরগঞ্জের বিভিন্ন অটো রাইচ মিল, হট ফ্লু মিল এবং হাসকিং মিল সংশ্লিষ্টদের সাথে প্রতিনিধিদল জানতে পারে কায়িক পরিশ্রমের কাজ হওয়ায় এ খাতে আগে থেকেই শিশুশ্রমের পরিমাণ কম ছিল। এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন, বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধি এবং সরকারের শিশুশ্রম নিরসনমূলক প্রচারণার কারণে চাল উৎপদন খাতে এখন শিশুশ্রম নেই।
অন্যদিকে কৃষি জমি ও ভূ-প্রকৃতি নষ্ট, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি বিবেচনায় সরকার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর কোয়ারী, ব্যক্তিমালিকানাধীন সমতল জমি, কৃষি জমি নদীর মাটি খুঁড়ে থেকে পাথর উত্তোলন বন্ধ রেখেছে। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় আমদানি করা পাথর ভাঙার কাজে হাজার হাজার শ্রমিক কাজ করলেও সেখানে শিশুশ্রম দেখা যায়নি বলে প্রতিনিধিদল জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশের সকল সেক্টর থেকে শিশুশ্রম মুক্ত করতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। তবে এ বিষয়ে বৈশ্বিক সহায়তা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বদ্ধপরিকর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।