All Menu

শিবগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘‘শিশু শ্রম বন্ধ করি, সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি’’ এই পতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউসেফের যৌথ উদ্যোগে শিশু শ্রম বন্ধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে টিকোরী আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তাদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং শিল্প মালিকদের কলকারখানায় শিশুদের নিয়োগ না দেয়ার পাশাপাশি সমাজের সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশী-বিদেশী বেসরকারি সংস্থাকে আরো এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার সব ধরনের শিশুশ্রম নিরসনে প্রতিশ্রæতিবদ্ধ। পরে উজিরপুর, চককীর্তি ও শাহাবাজপুর পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সিবিসিপিসি কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া স্ব-স্ব ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top