আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন নওগাঁর যৌথ আয়োজনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় টিবি, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ডাঃ মাকসুদ হাসান (সিয়াম), মিনহাজ পারভেজ সুমন, রায়হান আলম, ডেমিয়েন ফাউন্ডেশনের সুজাতা রানী। এসময় অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা সূধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।