ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর বাজার এলাকায় শুক্রবার রাত ১১টার সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানকালে সন্ত্রাসীদের হামলায় পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া-১-এর অফিস সহায়ক মোঃ আব্দুল হান্নান নিহত হন। বগুড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া-১-এর অফিস সহায়ক মোঃ আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী উক্ত বার্তায় সম্মানিত গ্যাস-বিদ্যুতের গ্রাহকদের সহযোগিতা কামনা করে বলেন, বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান জোরদার করা হয়েছে। বকেয়া বিল আদায় বা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে কেউ কোন প্রকার বাধা দিলে তাদের প্রতি কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।