All Menu

হযরত মুহাম্মদ (স:)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ মিছিল

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা ও মুখপাত্র নুপুর শর্মার কটূক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর মাইজদী, চৌমুহনী, সুবর্নচরসহ বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর চৌমুহনীর বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রেলগেইট এসে মিলিত হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি মসজিদে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। একই সময় জেলা শহর মাইজদী ও সুবর্নচর থানার হাট এলাকায় মিছিল বের করে তৌহিদী জনতা। পরে সমাবেশে স্থানীয় ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে অবমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top