মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) কে অবমাননা, কটূক্তি ও ব্যাঙ্গ করার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা উপজেলার ‘সকল মুসলিম উম্মা’র ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, পৌর শহরের ঢাকা-মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) কে অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে কটূক্তি-কারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সকলকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালনের আহ্বান জানান। প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুজন নেতা নুপুর শর্মা ও নবীন কুমার মুসলিম সম্প্রদায়ের বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) কে কটূক্তি করে। এর পরেই দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।