All Menu

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গ সন্দেহে এক বৃদ্ধা হাসপাতাল আইসোলেশনে

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জেলার সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের এক বৃদ্ধাকে (৬০) মাঙ্কিপক্স উপসর্গ সন্দেহে সদর হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বৃহস্পতিবার হাতের তালু, আঙ্গুলসহ শরীরের বিভিন্ন স্থানে বড় বড় ফোস্কা নিয়ে হাসপাতালে আসেন ওই বৃদ্ধা। জ্বর, মাথাব্যথা, সারা শরীরে ব্যথা ও দুর্বলতার কথাও জানান বৃদ্ধা। বিষয়গুলো মাঙ্কিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক-ভাবে হাসপাতালের তত্বাবধায়ককে অবহিত করা হয়। রোগীকে তার বাড়ীতে আইসোলেশনে রাখার পরামর্শ দেয়া হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাতেহ্ আকরাম জানান, ওই বৃদ্ধাকে সদর হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার মেডিকেল বোর্ড বসানো হবে। সিভিল সার্জন ডাঃ সাজ্জাৎ হাসান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই বৃদ্ধার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ আছে কি না তা এখনই বলা যাবে না। তাছাড়া এখন চিকেন পক্সের সময়। কারণ ওই বৃদ্ধা কখনও বিদেশে ভ্রমণ করেননি। তার কোন আত্মীয়-স্বজনও বিদেশ থেকে আসেননি। ছেলেরা স্থানীয় কৃষক। বিষয়টি নিশ্চিত হতে মেডিকেল বোর্ডের পরামর্শে শনিবার তার শরীর থেকে নমুনা নিয়ে ঢাকা স্বাস্থ্য বিভাগে পাঠানো হবে। এমনকি বিশ্ব স্বাস্থ্য বিভাগের সহায়তায় তাকে ঢাকায় নিয়ে অধিক পরীক্ষা-নিরীক্ষার পদক্ষেপ নেয়া হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top