All Menu

শিবগঞ্জে সনাতন সম্প্রদায়ের দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝড় বৃষ্টি উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পদ্মার শাখা পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে সনাতন-সম্প্রদায়ের দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল থেকে পাপ মোচনের আশায় রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, ঢাকা সহ সারা দেশের প্রায় ১৫ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এতে অংশ নেন। নদীতে স্নান ছাড়াও অনুষ্ঠিত হয় নদী তীরে পূজো, প্রার্থনা, গীতা-পাঠ এবং কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। যুগ যুগ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে এখানে গঙ্গা দশহরা তিথি অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।তবে গত ২ বছর করোনা ভাইরাসের কারণে দশহারা গঙ্গাস্নান বন্ধ ছিল। কানসাট দশহারা গঙ্গাস্নান কমিটি এই স্নান অনুষ্ঠানের আয়োজন করে। গঙ্গা স্নানকে ঘিরে কানসাট এলাকাটি সনাতন সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। নদীতে স্নান ও পূজো অর্চনা শেষে পূর্ণার্থীরা অংশ নেন ধর্মসভায়। এ উৎসবকে ঘিরে কীর্তন, ভজন গীতি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে, এ স্নানানুষ্ঠানকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় রয়েছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, সনাতন ধর্মীয় বিভিন্ন উপকরণ, খেলনা ও খাবারের দোকান। এ ব্যাপারে কানসাট গঙ্গাস্নান কমিটির সভাপতি সুবোধ দত্ত জানান, গত ২ বছর করোনার কারণে এ অনুষ্ঠানটি বন্ধ থাকায় এ বছর পূণ্যার্থীর সংখ্যা অনেক বেশি।সকাল থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নদীর পাড় কানায় কানায় ভরে যায়।মেলা প্রাঙ্গণে ২ স্তরের নিরাপত্তা থাকায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top