ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন; সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন; পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু; পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক; সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বলেন, শনিবার দিনগত রাতে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তাঁরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।