ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:শনিবার ২৮ মে শনিবার দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে “আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি” কালজয়ী গানের লেখক, প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও ক্ষুরধার কলামিষ্ট জনাব আব্দুল গাফ্ফার চৌধুরী প্রতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শ্রদ্ধা নিবেদন করে। পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড আমিরুল হক আমিন কমরেড জাকির হোসেন রাজু, কমরেড দিপংকর সাহা দীপু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড কিশোর রায়, কমরেড বেনজির আহমেদ, কমরেড মুতাসিম বিল্লাহ সানি, কমরেড মাহমুদুল হক সেনা, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর কমিটির সদস্য কমরেড মোঃ তৌহিদুর রহমান, কমরেড তপস দাস, কমরেড আবদুল আহাদ মিনার, কমরেড শিউলি শিকদার, কমরেড অতুলন দাস আলো, কমরেড মামুন মোল্লা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।