মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ব্যুরো প্রধান, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহের গফরগাঁওয়ে ঝড়ে কৃঞ্চচুড়া গাছ ভেঙ্গে চলন্ত অটোরিকশায় ওপরে পড়লে সালমা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) রাত ৮টার দিকে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের মুক্তাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। স্থানীয়রা জানান, নিহত সালমা আক্তার গফরগাঁও থেকে সেলাই মেশিন ও গ্যাস সিলিন্ডার কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ঝড়ো বাতাস শুরু হয়। এসময় ঝড়ে একটি কৃঞ্চচুড়া গাছ ভেঙ্গে অটোরিকশার ওপরে পড়ে। এতে সালমা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল জানান, ঘটনাটি দুঃখজনক। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।