All Menu

হজযাত্রীর নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ উত্তোলন সংক্রান্ত বিজ্ঞপ্তি

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:যেসকল হজযাত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাঁর পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তাঁর নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না। এরূপ ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তাঁর প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পাওয়ার জন্যে www.hajj.gov.bd –এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমাকৃত অর্থ উত্তোলন ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top