ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড অফিসসমূহের জারিকারক পদে সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকার ১৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬৩টি জারিকারক পদের বিপরীতে ৬,৪৪০ জন এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য প্রতিটি কেন্দ্রে একাধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হয়। বিজি প্রেস হাই স্কুল কেন্দ্রে এবিএম মাহমুদুল হাসান নামে একজন পরীক্ষার্থীর পরিবর্তে প্রদীপ চন্দ্র নামের একজন পরীক্ষায় অংশগ্রহণের অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।