মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বর্ণাঢ্য র্যালীসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ময়মনসিংহে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসসহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম কিবরিয়া, ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন মচিমহা শাখার সাধারণ সম্পাদক লুৎফুর রহমানসহ শিক্ষার্থীরা অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।