মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মে ২০২২ খ্রিস্টাব্দ) র্যালী, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত মা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোশাররত জাহান, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আসমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা শিক্ষা অফিসার মিনারা খাতুন, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, কোষাধ্যক্ষ নূরে আলম নূর, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী নব কুমার কর্মকার প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।