মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহের তারাকান্দায় বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দার বাগুন্দা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পানিবর গ্রামের শরাফত আলীর স্ত্রী হনুফা বেগম (৫০) ও পাংশা গ্রামের নূর ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৩০)। এ সময় আহত হন আরও পাঁচজন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। তারাকান্দা উপজেলার বাগুন্দা মোড়ে আসতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এই ঘটনায় আহত হন আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।তিনি আরও বলেন, হতাহতদের সকলের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। তবে ট্রাক-চালক পালিয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।