আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নওগাঁর পত্নীতলায় জমিসহ ঘর পেল ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার বেলা ১১টায় সারাদেশের ন্যায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকার-ভোগীদের হাতে চাবি হস্তান্তরের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ঈদ উপহার হিসেবে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে জমি ও ঘর নাই এমন পরিবারকে দুই শতক খাস জমি ও গৃহ প্রদান পূর্বক কার্যক্রমের অংশ হিসাবে ১ম ও ২য় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে পত্নীতলা উপজেলার ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন কুমার রায়, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, পিআইও আবু সোয়েব খান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, উপকার-ভোগীগণ, সূধীজন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।