All Menu

বিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহ হস্তান্তর

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দিনাজপুরের বিরামপুরে ঈদ উপলক্ষে ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে তৃতীয় পর্যায়ে গৃহ উপহার শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিরামপুরে তৃতীয় পর্যায়ের বরাদ্দকৃত ২’শ ২০ টি গৃহের মধ্যথেকে অনুষ্ঠানে ১’শ ৯৫ জন গৃহহীন পরিবারের প্রত্যেককে গৃহের চাবি ও ২ শতক করে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। গৃহহীনদের হাতে গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর – ৬ আসনের জাতিয় সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসিয়া তাবাসসুম, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা / কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মি, বিভিন্ন শিক্ষা প্রতিক্ষানের প্রধানগণ, গৃহ গ্রহনকারী ভুক্তভোগিরাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top