ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:তথ্য অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়া রোববার সকালে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিপু কান্তি বড়ুয়া ঢাকায় তথ্য অধিদফতরে সংযুক্তিতে কর্মরত ছিলেন। রোববার সকালে অফিসে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, স্ত্রী ও দুই শিশুপুত্র রেখে গেছেন। বিপু বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া। এক শোকবার্তায় প্রধান তথ্য অফিসার জানান, বিপু কান্তি বড়ুয়া ছিলেন একজন একনিষ্ঠ কর্মকর্তা। তিনি সদালাপী ও হাসিখুশি চরিত্রের অধিকারী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তথ্য অধিদফতর একজন দক্ষ ও সফল কর্মকর্তাকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়। শাহেনুর মিয়া প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়া, তথ্য অধিদফতরের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী বিপু কান্তি বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।