All Menu

বিরামপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেস কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, সুধীজন, দলীয় সমর্থকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাউশগাড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদের পরিচালনায় ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি, কল্যাণ ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top