মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জেলার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২২ এপ্রিল)সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পলিপ্রায়াগপুর এলাকার আজিজুলের লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, মহাসড়কের একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন তথ্যদিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির(৪৫) লাশ উদ্ধার করে। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে মগে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি মাছের গাড়িতে ছিল কারণ মরদেহটি পাশে বেশকিছু মাছের পোনা পড়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।