ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মধু ইসলাম (সাড়ে ৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার কাজল-দিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, মৃত শিশু মধু একই এলাকার হারুন অর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের আঙ্গিনায় খেলা করছিল শিশু মধু। খেলার এক পর্যায়ে মধু বাড়ির পাশের পুকুরের পাড়ে গেলে অসাবধানতা-বশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে মধুকে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন পুকুরের পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।