ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন : পঞ্চগড়ের বোদা উপজেলায় বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া ও তেপুকুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ও তেপুকুরিয়া বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় শামীম ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা, মেয়াদ উত্তীর্ণ কসমেটিক সামগ্রী রাখার দায়ে মমিন কসমেটিককে ২ হাজার টাকা জরিমানা ও তেলের ওজনে কম দেয়া সহ বেশি দাম নেয়ার অপরাধে লিটন স্টোরকে ১ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।