ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তের একটি গ্রামে প্রবেশ করেছে ভারতীয় দুইটি হাতি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের এক ভুট্টা ক্ষেতে প্রবেশ করে হাতি দুইটি। হাতিগুলো প্রবেশের পর গ্রাম-জুড়ে বিরাজ করছে আতঙ্ক। জানা গেছে খাদ্যের অভাবে হাতিগুলো ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। বন্যপ্রাণী আসার বিষয়টি ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উৎসুক জনতার ভিড় নামতে থাকে। বিষয়টি জানার পর এলাকাবাসীর নিরাপত্তায় রয়েছে উপজেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা। বন বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে হাতিগুলো উদ্ধার করবেন।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মানুষের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। আমরা এলাকার মানুষকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানাচ্ছি। বন বিভাগের কর্মীরা আসলে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে উপজেলার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ প্রধানপাড়া গ্রাম দিয়ে বাংলাদেশের লোকালয়ে প্রবেশ করে ৬ থেকে ৭ টি গ্রাম অতিক্রম করে কাশমিগঞ্জ গ্রামে পৌছায় হাতি গুলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।