আত্রাই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প কাজের উদ্বোধন

প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৩ , ৫:৪০ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি উন্নয়ন বোর্ড নওগাঁর বাস্তবায়নে জেলার পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলাধীন ৩টি প্রকল্পের পুনর্বাসন এবং আত্রাই নদী ড্রেজিং সহ তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় প্যাকেজ নও-ডব্লিউ-১৭, ১৮, ১৯ কাজের শুভ উদ্বোধন সোমবার (৬নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) পত্নীতলার নজিপুর বাদপুঁইয়া শিমুলতলী নামক স্থানে করা। উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভায় নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান এর সভাপতিত্বে ও পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাঃসম্পাদক ও নজিপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম চন্দ্র দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭, নওগাঁ-২ সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, মিঠুন মন্ডল, বাপ্পা মন্ডল,কার্য সহকারী মনসুর আলী, নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, সার্ভেয়ার আব্দুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, মোছা: ফাতেমা জিন্না ঝরনা, নজিপুর পৌরসভার প্যানেল মেয়র যুগল চন্দ্র দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী দিলিপ চৌহান, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী অশ্বিনী কুমার রায় সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সূধীজন প্রমুখ।

[wps_visitor_counter]