All Menu

নোয়াখালীতে নারিকেল চারা আমনের বীজ এবং সার বিতরণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশীদ কিরন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশিক জামিল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবেদ সাইফুল কালামসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top