All Menu

নারী ঐক্য পরিষদের গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (০৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলায় নাহিদ আলম খান পশ্চিম রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ঐক্য
পরিষদের উদ্যোগে প্রান্তিক নারী গোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী ঐক্য পরিষদের সভাপতি নারী নেত্রী লুৎফুন নেসা খান। এ সময় উপস্থিত ছিলেন নারী ঐক্য পরিষদের
সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী, রাজদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা রানী দত্ত, মেম্বার নাসির
আহম্মেদ মিথুন, মেহেদী হাসান হীরা, সাবিহা আলম, মদিনা মনোয়ারা, নাজমা আক্তার শিরিন, নুরুন্নাহার খানম প্রমুখ। নারী নেত্রী লুৎফুন নেসা খান বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছের তৈরি অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে আছি। ফল মানুষের পুষ্টি জোগায়। বৃক্ষ আমাদের ছায়া দেয়। শিল্পের নানা উপাদান হিসেবে গাছ ও তার ফল ব্যবহার করা হয়। গাছের সীমাহীন গুরুত্ব সত্ত্বেও আমাদের বনগুলোর অবস্থা আজ হতাশাজনক। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে প্রতিনিয়ত ঘটছে পাহাড়ধস ও নদী ভাঙ্গণের ঘটনা, ধ্বংস হচ্ছে বসতবাড়ি, প্রাণ হারাচ্ছে মানুষ। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর জন্য আহ্বান জানান। এ সময় ১০০০ হাজার বিভিন্ন ফলের গাছের চারা নারীদের মাঝে বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top