All Menu

ধান সংগ্রহে বিরামপুরে উন্মুক্ত লটারি

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের জন্য উপজেলার কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলা কনফারেন্স রুমে লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত থেকে সহায়তা করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোফাখখারুল ইসলাম, খাদ্য পরিদর্শক আব্দুস সালাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য মাহমুদুল হক, সাংবাদিক আকরাম হোসেন, রিপন চৌধুরী মানিক প্রমুখ। জানা গেছে, ১ হাজার ৫৮১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলা ৭টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে লটারির মাধ্যমে ৭৯১জন কৃষক নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতি কৃষক ২ মেট্রিক টন করে ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top