All Menu

ধানক্ষেতে ইঁদুরের উপদ্রবে চিন্তিত কৃষক

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। ইরি বোরো ধান রোপণের পর যখন পরিচর্যায় ব্যস্ত কৃষক, ঠিক তখনি ধান ক্ষেতে দেখা দিয়েছে ইঁদুরের উপদ্রব। ইঁদুর ধান ক্ষেতে প্রবেশ করে ধানগাছ কাটতে শুরু করেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মাঠে মাঠে। এখানকার অধিকাংশ কৃষক এখন ইঁদুর আতঙ্কে রয়েছে। অনেকটা অরক্ষিত ধানক্ষেতে ইঁদুর এখন কৃষকের গলার কাটা। এভাবে চলতে থাকলে এবার ইরি বোরো ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষকরা। তবে ইঁদুর নিধনে উপজেলা কৃষি বিভাগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বা কোন সহযোগিতা করছে না অভিযোগ করেছে কৃষকরা।
স্থানীয় ধান চাষি কৃষক আনোয়ার হোসেন বাবুল বলেন, আমরা কৃষকেরা সুদ মুনাফা বা ধার ও ঋণের মাধ্যমে বীজ সংগ্রহ, হালচাষ ও কৃষি সরঞ্জামাদির যোগান করে ধান উৎপাদন করে থাকি। কিন্তু চলতি মৌসুমে ইঁদুরের উপদ্রবে ধান চাষের ফলনের ব্যাঘাত ঘটছে। এতে কৃষক ঋণের বোঝা ও ধান চাষের এমন অসফলতায় কৃষক মাঠেই মারা যাবে। তাই কৃষি অফিসের কাছে আমার দাবী সরকার ইঁদুর নিধনে আমাদের সহায়তা করলে আমরা ইরি এবং বোরো ধান চাষে সফল হতে পারব।
আরেক কৃষক নুর নবী বলেন, ১২০ শতাংশ জায়গা ঋণ করে ইরি ধানের চাষ করছি, কিন্তু ইঁদুরের আক্রমণে এখন বেহাল দশা। কৃষি অফিস থেকেও কোন প্রকার সহযোগিতা পাচ্ছিনা। বিগত দশ পনের দিন আগেও তাদের সাথে যোগাযোগ করলে জানায়, ইঁদুর নিধনে নাকি কোন ব্যবস্থা বের হয়নি। এমন অবস্থা চলতে থাকলে আমরা কৃষকেরা নিঃস্ব হয়ে যাবো। স্থানীয় জনপ্রতিনিধি বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য হাফেজ জাফর উল্যাহ স্বপন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাড়াতে সরকারের প্রতি দাবী জানান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ কৃষকের অভিযোগ অস্বীকার করে বলেন, ইঁদুর নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে ও মাঠ পর্যায়ে কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে।
অসহায় কৃষকদের দিকে তাকিয়ে ইঁদুর নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবী কৃষকদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top