রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় ৩২ হাজার ৯১০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। আশানুরূপ লাভ হওয়ায় ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এ বছর লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলেও ভুট্টার চাষ করা হচ্ছে। ‘ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর’- এই ব্র্যান্ডিং স্লোগানই বলে দেয়, অন্যান্য জেলার চেয়ে লালমনিরহাটে ভুট্টার চাষ বেশি হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ মৌসুমে লালমনিরহাট জেলায় ৩ হাজার ৬০০ বিঘা জমিতে ভুট্টার প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। ভুট্টা চাষ সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুট্টার প্রদর্শনী প্লট স্থাপনসহ কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছে। এ প্লট স্থাপনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় হাইব্রিড জাতের ভুট্টার বীজ ও রাসায়ানিক সার সরবরাহ করেছে। এছাড়া, প্রদর্শনী প্লট স্থাপনে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।