রাজশাহী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এলজিইডির তত্ত্বাবধানে রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজশাহীতে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রকল্পের আওতায় ‘লো কার্বন এন্ড ক্লাইমেট রিজিলেন্ট আরবান ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিটিস’ শীর্ষক স্টেকহোল্ডারদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। প্রধান অতিথি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর রাজশাহী আজ অনন্য উচ্চতায়। তার নির্দেশনায় এ নগরীতে নানামুখী উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। পরিচ্ছন্ন সবুজ নগরীর সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার সেরা নগরীর তালিকায় যুক্ত হয়েছে। বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এ নগরীর উন্নয়নে এগিয়ে আসছে। রাজশাহীতে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কোভিড পরবর্তী সহযোগিতামূলক উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় বিশ্ব ব্যাংকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। কর্মশালায় প্রকল্পের আওতায় নগরীর ড্রেনেজ সিস্টেম উন্নয়ন, সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা, ল্যান্ড ফিল নির্মাণ, জলাশয় সংরক্ষণ, পাবলিক ট্রান্সপোর্ট, সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন বিষয়ে আলোচনা করা হয়। এলজিইডির এলজিসিআরআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার মানসা চেন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদি রবিন, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান। কর্মশালায় ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি শান্তনু লাহিরিসহ রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।