রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চলতি মৌসুমে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় চিনাবাদামের চাষ বেড়েছে। এ অঞ্চলে ৫ হাজার ৫১২ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ১২ হাজার ৫৫৮ মেট্রিক টন চিনাবাদাম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। খরচ তুলনামূলক কম হওয়ায় এ অঞ্চলের চাষিদের মধ্যে চিনাবাদাম চাষে আগ্রহ বেড়েছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সবচেয়ে বেশি চিনাবাদামের চাষ হয়েছে কুড়িগ্রাম জেলায়। এ জেলার ব্রহ্মপুত্র ও তিস্তার চরে প্রচুর পরিমাণ চিনাবাদাম চাষ করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় চিনাবাদাম চাষ করা হয়েছে মোট ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে। গাইবান্ধা জেলায়ও এ মৌসুমে চিনাবাদামের চাষ বেড়েছে। এ জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীবেষ্টিত ২৮টি ইউনিয়নের ১৫০টির বেশি চরে মোট ১ হাজার ৯২৫ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে। এছাড়া, রংপুর জেলায় ২২০ হেক্টর, লালমনিরহাট জেলায় ৪৬২ হেক্টর ও নীলফামারী জেলায় ৫৫ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।