আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খামার যান্ত্রিকী-করণের মাধ্যমে বোরো ধানের হাইব্রিড জাতের সমলয় চাষাবাদের লক্ষে যন্ত্রের (রাইস ট্রান্সপ্লান্টার) মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন ও কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাগরইল ব্লকে ৫০ একর জমিতে ধানের চারা রোপণের উদ্বোধন ও ভর্তুকি দামে তিনটি যন্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান ও কৃষি যন্ত্রপাতির প্রকল্প মনিটরিং অফিসার শাহ সাইদুর রহমানসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।