আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের লক্ষে মেশিনের সাহায্যে (রাইস ট্রান্সপ্লান্টার) মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধরবান কলনবিলে ৫০ একর জমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, ভাইস চেয়ারম্যান গরিবুলাহ দবির ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হকসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।