ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রার পারদ কিছুটা বেড়ে মাঝারি শৈত্যপ্রবাহের ঘরে এসে দাঁড়িয়েছে। এদিকে তাপমাত্রা কিছুটা বাড়লে ঘন-কুয়াশার সাথে অনুভূত হচ্ছে কনকনে শীত। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। এতে করে জেলার সর্বসাধারণের পাশাপাশি চরম বিপাকে পড়েছে এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা আজও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে শুক্রবার দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, আগামী কয়েকদিন তাপমাত্রা উঠানামার মাঝে শীতের তীব্রতা কিছুটা বাড়বে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাতে ও সকালে শীতের তীব্রতা বেশী থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।