All Menu

চাঁপাইনবাবগঞ্জে ৮দিন পর সূর্যের মুখ দেখা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের পাশাপাশি মেঘলা আকাশের টানা ৮দিন পর দেখা মিলেছে সূর্যের। কিছুটা হলেও জনজীবনে স্বস্তি ফিরেছে। সূর্যের আলো পেয়ে শহরগুলোর বাসা বাড়ির সামনে আর ছাদে অনেকেই রোদ পোহাতে দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় কুয়াশার দাপট এবং ঠাণ্ডার প্রকোপ কম ছিল। এর আগে টানা কয়েকদিনের শীতে কাবু হয়ে পড়ে ছিলো এই অঞ্চলের মানুষ। বৈরি আবহাওয়ার কারনে ব্যাঘাত ঘটেছে মানুষের স্বাভাবিক কর্মজীবন। তবে খানিকটা সূর্যের মুখ দেখা গেলেও দুপুর ১২টার পর থেকে তার লুকোচুরি চলতে থাকে। শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের থেকে এদিন সকাল ৯টার পর থেকে মানুষের আনাগোনা বেড়েছে। শ্রমজীবীরা তাদের পেশায় ফিরেছেন। এদিকে কাঁচাবাজারে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। ব্যবসায়ীরা বলছেন,বাজারে ক্রেতারা কম আসতেন, ব্যবসাও ছিল মন্দা। সে তুলনায় শুক্রবার সকাল ৯টার পর থেকে বাজারে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। দৈনন্দিন প্রয়োজনে অনেকেই বের হয়েছেন। অটো-রিকশাচালক তারেক রহমান বলেন, সকালে সূর্যের দেখা পাওয়া গেছে। মানুষ বাজারে আসতে শুরু করে। গত কয়েকদিন খুব খারাপ অবস্থা ছিলো, তুলনামূলক আবহাওয়া ভাল থাকায় আয়ের পরিমাণ বেড়েছে। পাঠানপাড়ার বাসিন্দা আজিজুর রহমান বলেন, কনকনে ঠাণ্ডা আর কয়েকদিন থেকে রোদের দেখা মিলছিল না। বাড়িতে একগাদা ময়লা কাপড় জমে থাকার পর সবগুলো কাপড় ধুয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top