All Menu

চাঁপাইনবাবগঞ্জে কৃষক প্রশিক্ষণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাল ও সবজি ফসল চাষাবাদে জৈব ছত্রাক নাশকের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে একটি কৃষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বেলা এগারটায় বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও জৈব ছত্রাক নাশকের গবেষণাগার উন্নয়ন, ফরমুলেশন ও কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু কৃষি বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর সুযোগ্য মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. মোঃ সিদ্দিকুর রহমান-এর উপস্থিতিতে বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত (ভার্চুয়ালি) ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচি পরিচালক ড. মাহবুবা কানিজ হাসনা, হরটিকালচার সেন্টার, চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক। বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের পরীক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বক্তারা বলেন, জৈব ছত্রাক নাশকের ব্যবহারের উপযোগিতা তুলে ধরেন এবং ডাল ও সবজি ফসল চাষাবাদে ও ফলনের স্থিতিশীলতা ধরে রাখতে জৈব ছত্রাক নাশকের বিকল্প নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top