আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে, রবি-২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারী প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন রবিবার (৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ- ২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সহ- সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সূধীজন প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ২০২৩-২৪ অর্থবছরে, রবি-২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারী প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা-গেছে এবারে উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০২০-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৬৪২০ জন কৃষকের মাঝে গম (৭০০ জন), ভুট্টা (৪২০ জন), সরিষা ( ৪৮০০ জন), সূর্যমুখী (৫০ জন), চিনাবাদাম (২০ জন), পেঁয়াজ (৬০ জন), মুগ (৩০ জন), মসুর (১২০ জন) এবং খেসারী (২২০ জন) চাষের জন্য বরাদ্দ রয়েছে। এর মধ্যে কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার ১ বিঘা গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার অথবা সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার অথবা সূর্যমুখী চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। ১ বিঘা ভুট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। ১ বিঘা চিনাবাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার অথবা মুগ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার অথবা মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার অথবা খেসারী চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।