জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ক্ষেত কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোশরা পলাশবাড়ী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামীম আশরাফ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক নূরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ (অব:) শিশির কুমার সরকার, কৃষক আলম হোসেন ও হুমায়ন কবীর খোকন। অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরিফুল ইসলাম। এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ দোশরা পলাশবাড়ী গ্রামের কৃষক খোকনের বোরো ধান জাত: এস এল ৮ এইচ শস্য (ধান) কর্তন ও ধান চাষাবাদের ব্লক প্রদর্শনীর ক্ষেত পরিদর্শনের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।