All Menu

স্ট্রবেরি চাষ করে সফলতা পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে সফলতা পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। লাভজনক হওয়ায় জেলায় পরিধি বাড়ছে স্ট্রবেরি চাষাবাদের। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষাবাদে খরচ পড়ে এক থেকে এক লাখ বিশ হাজার টাকা। অক্টোবর মাসে জমিতে রোপণ (চাষাবাদ) করা হয় এই ফল। বাজারজাত করা হয় তিন থেকে চার মাস পর। ১৭ হাজার টাকা বিঘা দরে পৌনে তিন বিঘা জমি ইজারা নিয়ে ২০২১ সালের অক্টোবর মাসে চারা রোপণ করেন আবেদ হোসেন। জমিতে খরচ হয় প্রায় তিন লাখ টাকা। এখন ৬ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাজারবিঘি গ্রামের আবুল হোসেনের স্ট্রবেরি জমির জন্য শ্রমিক, কীটনাশক, সেচ ও নেটিংসহ (জাল) যাবতীয় খরচ বাবদ প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়েছে। সব খরচ বাদ দিয়ে প্রায় ৫-৬ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। উৎপাদিত স্ট্রবেরি সরাসরি ঢাকার কাওরান বাজারে ফলের আড়তগুলোতে সরবরাহ করা হয়। এতে দামও ভালো পাওয়া যায়। প্রথম দিকে প্রতি কেজি স্ট্রবেরি ১০০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হলেও বর্তমানে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে দাম পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে। স্ট্রবেরি চাষাবাদ করা যায় সাথী ফসল হিসেবে। এতে লাভও বেশী। এবার চাঁপাইনবাবগঞ্জে আগামী মৌসুমে স্ট্রবেরি চাষ আরও বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top