All Menu

গোমস্তাপুরে কৃষকদের মাঝে ভুট্টার বীজ ও সার বিতরণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫০ জন কৃষকের মাঝে ভুট্টার বীজ ও বিভিন্ন সার বিতরণ করা হবে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২৪ জন কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। বাকি ২৬ জন কৃষকের মাঝে বুধবার (১৪ ডিসেম্বর) ভুট্টার বীজ ও সার বিতরণ করা হবে। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানান, প্রত্যেক কৃষকদের মাঝে আড়াই কেজি ভুট্টা বীজ, ৩ কেজি বোরন, দেড় কেজি দস্তা, ৬০ কেজি ইউরিয়া, ২৫ কেজি পটাশ ৩৫ কেজি ডিএপি, ৬ কেজি ম্যাগনেসিয়াম সার প্রদান করা হয়েছে৷ এছাড়াও প্রত্যেক কৃষককে ১৫০০ টাকা করে প্রদান করা হবে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top