মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘‘মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন’’ এই প্রতিপাদ্যে- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এমএসটিএল কর্মসূচীর আওতায় শিবগঞ্জে মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহায়তায় মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, এসআরডিটি রাজশাহী বিভাগীয় অফিসের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের নুরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশ নেয়। প্রশিক্ষণে সং মিশ্রিত মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও মাটির মান সঠিক রাখা, ভেজাল সার চেনার উপায় নিশ্চিতকরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে ফসল উৎপাদনের ক্ষেত্রে জমির মাটি পরীক্ষা-করনের গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষকরা। পাশাপাশি পরীক্ষার জন্য জমি থেকে মাটি সংগ্রহের পদ্ধতিও শিখিয়ে দেয়া হয় প্রশিক্ষণ কর্মশালায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।