নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্রি ৪৮ ধান কাটা ও মাঠ দিবস পালিত হয়েছে। সকালে রহনপুর ইউনিয়নের নওদা মিশন মাঠে এ দিবস পালন করা হয়। পরে একইস্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী ও আব্দুর রাজ্জাক, রহনপুর সেন্ট যোসেফ ক্যাথলিক ফাদার রোজারিও, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম, রইস উদ্দিন, আব্দুর রাকিব, গানিউল হক সহ স্থানীয় কৃষকরা। উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনী ও গোমস্তাপুর কৃষি বিভাগের সহযোগিতায় ব্রি ৪৮ জাতের ধান চাষ করা হয়। গোমস্তাপুর উপজেলায় এ বছর আউশ ধান ছয় হাজার ৮৮০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে ব্রি ৪৮ ধান তিন হাজার ৮৪৮ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।