হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাক্তন সেনা কল্যাণ সমিতি, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯ টায় নবগংগা নদীতে প্রায় ২ মন দেশী প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি ছিলেন, শহর সমাজ সেবা অফিসার মোঃ আফাজ উদ্দিন। সদর থানা সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ রজব আলী সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিয়াকত হোসেন, প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব:) মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) মোঃ মনিরুল ইসলাম, জেলা সভাপতি ওয়াঃ অফিসার (অব:) এ. কে. এম. শাহীনুজ্জামান, ওয়ারেন্ট অফিসার (অব:) মোঃ বশির আহমেদ, সহ সভাপতি সার্জেন্ট (অব:) মোঃ শমশের আলী ও আনোয়ারুল ইকবাল সহ কার্যনির্বাহী/সাধারণ সদস্য-বৃন্দসহ সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ মোঃ ইব্রাহীম খলিল রাজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।