মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বিভিন্ন ধরনের সবজির বীজ, সার ও কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার উপকরণ দেয়া হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থ বছরের অনাবাদী পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪১০জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ দেয়া হয়। কৃষি উপকরণ বিতরনকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪১০জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে উপজেলার মোট ৪১০জন কৃষক-কৃষাণীকে রাসায়নিক ও জৈব সার, বিভিন্ন ধরনের সবজির বীজ, বীজ সংরক্ষণ পাত্র, পানি সেচের ঝাজর ও প্রদর্শনী সাইনবোর্ড দেয়া হয়। উপজেলার রাণীহাটি, তর্ত্তীপুর, মোবারকপুর ও শ্যামপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কৃষক-কৃষাণীদের মাঝেও এসব কৃষি উপকরণ দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।