All Menu

কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ গাছের চারা লাগিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বৃক্ষ রোপণ করে উদ্বোধন করেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক কারখানা আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক ইক্ষু (কৃষি), মহাব্যবস্থাপক অর্থ,মহাব্যবস্থাপক প্রমাসন, মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক মোঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top